এবার আয় করুন আপনার ওয়েব সাইট থেকে খুব সহজেই [সম্পূর্ণ টিউটরিয়াল]

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন  !  আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
কাজের কথায় আসি, আমাদের যাদের ওয়েব সাইট আছে তারা অনলাইন হতে আয়ের জন্য সকলেই গুগল এডসেন্স এর পেছনে ছুটি। কিন্তু গুগল এডসেন্স পাওয়া এখন এতটা সহজ নয়। আবার গুগল এডসেন্স পাওয়া যতটা কঠিন হারানো ততটা সহজ। ভুল করেও কখন একবার দু’বার ক্লিক করেছেন তো, আপনার এডসেন্স বাতিল। বাংলাদেশের মত দেশগুলোতে গুগলের নীতিমালা এত কঠিন যে, সামান্য ছলছুতো পেলে আপনাকে কোন প্রকাশ নোটিশ না দিয়েই আপনাদের সাধের এডসেন্স বাতিল করে দেয়। আর একবার ব্যান খেলে সেই এডসেন্স ফিরে পাওয়া প্রায় একেবারে অসম্ভব্। নতুন করে পাওয়াটা আরও দুরহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এডসেন্স এর সেরা বিকল্প Revenuehits !
আজ আমি আপনাদেরকে বলব  Revenuehits  থেকে কিভাবে এডসেন্স মত টাকা আয় করবেন। এডসেন্স এর সেরা বিকল্প এখন  Revenuehits । এটা থেকে অনেকে এডসেন্স মত টাকা আয় করছে। আমি নিজেও এটা নিয়ে এখন কাজ করে আসছি। আমরা সবাই জানি এডসেন্স হল সবার সেরা কিন্তু এডসেন্স পাওয়া এবং এডসেন্স ধরে রাখা কত কষ্ঠের সেটা হয়ত সবাই জানেন। এডসেন্স নাই তাই বলে বসে থাকবেন না আমি বলব বসে না থেকে শুধু একবার r Revenuehits  একাউন্ট করে দেখেন এটার আয় কেমন।
এডসেন্সে ছাড়া অনেকে মাসে হাজার ডলার আয় করছে।  তাহলে আপনে কেন পারবেন না আপনার সাইটে যদি ভিসিটর থাকে,  আপনে টাকার পিছনে না দৌড়ে টাকা দেখবেন আপনার পিছনে ছুটছে। এডসেন্স এখন আর আগের মত না দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাই এডসেন্স নাই বলে বসে থাকব না, আয় আমাকে করতে হবে। এডসেন্স বিকল্প অনেক সাইট আছে সেটা আপনারা যানেন। কিন্তু  Revenuehits  এখন গুগল এডসেন্স এর সেরা বিকল্প আপনারা একবার চেষ্টা করে দেখেন, এখানে একাউন্ট করেন.
যারা ওযেব ব্লগিংকে পেশা ও নেশা হিসেবে বেছে নিয়েছেন, তৈরীকরেছেন গাঁটের টাকা খরচ করেছেন আপনার অতি সাধনার ওয়েব সাইটটি কিন্তু গুগল এডসেন্স এর পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন। আপনার আয় এখন শুন্যের কোঠায়! তারা আজ এখন থেকে গুগল এডসেন্স এর আশা বাদ দিয়ে চলে আসুন। আমাদের দেশের জন্য বেস্ট এডভার্টাইজিং নেটওয়ার্ক। এটা গুগল এডসেন্স এর মত পে করে কোন কোন ক্ষেত্রে এটা এডসেন্স এর হতেও বেশি পে করে। আপনি মোটামোটি ভিসিটর দিয়েও অনেক টাকা ইনকাম করতে পারবেন।এদের cpm রেইট অনেক ভাল। যেমন ধরুন আপনার দিনে ভিসিটর ২০০০। আপনার ইম্প্রেশন যদি হই ৬০০০ এবং CPM রেইট যদি ১ ডলার হয় তাহলে আপনার ইনকাম হবে (৬০০০/১০০০)x১= ৬ ডলার।
যেভাবে অ্যাকাউন্ট করবেনঃ RevenueHits  আপনাকে গুগল এডসেন্সএর মত হাজারটা শর্তের বেড়াজালে ফেলে বলবেনা একাউন্ট এপ্রুভ হওয়ার জন্য ১০-১৫ দিন বা ৬ মাস সময় লাগবে। রেভেনিউ-হিটস একাউন্ট করার জ্ন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। আর এপ্রুভাল! সে তো একাউন্ট করার ৩০ সেকেন্ড এর মধ্যে। তাই আর দেরী না করে এখনইজয়েন করুন আর Account তৈরী করুন অথবা ছবির উপর ক্লিক করুন। আপনি রেভিনিউ-হিটস এর ওয়েব সাইটে এবং নীচের ছবির মত ফিচার দেখতে পাবেন। জয়েন করতে Join Now বাটনে ক্লিক করুন।
এখন নিচের মত নামে নিম্নের একটি পেজ আসবে। এখন এর নিম্নলিখিত অপশনসমুহ ভালভাবে পুরন করুন। যেমন- আপনার নাম, আপনার সাইটের নাম এবং সাইটের ইউআরএল এবং এর পর আপনার ট্রাফিক টাইপ, এবং আপনার সাইটের ক্যাটাগরি দিয়ে Next Step  এ  ক্লিক করুন।
Step 2 তে গিয়ে এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং আপনার ব্যবহৃত একটি ইমেইল ও একটি মো্বাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড পুরন করে সবশেষে Accept terms and condition অপশনে টিক চিহ্ন বসিয়ে দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
এরপর সবকিছু ঠিক ঠাক থাকলে নীচের ধন্যবাদ জ্ঞাপক বার্তাটি দেখতে পাবেন। এখন যে ইমেইলটি দিয়ে আপনি  একাউন্টটি খুললেন। ইমেইলে গিয়ে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন।
আপনার একাউন্টটি ভেরিফাইড হয়ে গেলে, এখন আমি আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে একাউন্টে প্রবেশ করুন।
এর  পরের ধাপগুলো নিশ্চয় আর বলে বোঝাতে হবেনা, যারা বুযেন কম তারা নিচের ছবিগুলু  দেখুন। যেহেতু আপনার ওয়েবসাইটে আপনি পুর্বে অন্য কোম্পানীর এড ব্যবহার করেছেন। যাইহোক, এখন শুধু Placements>New Site  ক্লিক করুন, আপনার সাইট এড করুন, তারপর New Placement এ ক্লিক করুন। আর আপনার পুর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওয়েবসাইটে গিয়ে এড বসান। শুরু করুন আপনার কাঙ্খিতি আয়।
নিউ সাইট এড করার পর New Placement এ ক্লিক করুন, তারপর
তারপর দেখুন-
তারপর Get Code এ ক্লিক করুন আর আপনার কোড টি পেয়ে যাবেন –

Revenuehits একটা কমপিউটার থেকে দুবার একাউন্ট করতে যাবেন না। Revenuehits যেকোনো সাইটে ব্যবহার করতে পারেন, ২০০৮ সালে Revenuehits যাত্রা শুরু করে। এখন সবার উপরে আছে শুধু এডসেন্স পরে। এটি মূলত একটি CPA Based এড নেটওয়ার্ক। এটির CPM রেইট অনেক হাই। এদের এড টাইপ : ১। ব্যানার, ২। পপ আন্ডার, ৩। স্লাইডার, ৪। শেডো বক্স. ৫। টপ ব্যানার, ৬। বাটন এবং, ৭। ফুটার এডস। আপনি যেকোন টাইপের এড আপনার ওয়েবসাইট এ ব্যবহার করতে পারবেন এবং এড এর সাইজও নিরধারন করে দিতে পারবেন। Revenuehits পেইমেন্ট সিস্টেম খুব ভাল আপনি সর্বনিন্ম ২০ ডলার  পেআউট করতে পারবেন-  পেপাল, অয়ার ট্রান্সফার এবং পায়নিওর।
Pyment Proof
একাউন্ট খুলতে এই লিংকে ক্লিক করুন
সবাই ভাল থাকেন আজকের মত বিদায়, কোনো সমস্যা হলে কমেন্ট  করবেন।
ভাল লাগলে শেয়ার করুন ...

0 Comment "এবার আয় করুন আপনার ওয়েব সাইট থেকে খুব সহজেই [সম্পূর্ণ টিউটরিয়াল]"

একটি মন্তব্য পোস্ট করুন